বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জিয়া পরিষদের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নতুন কলার ১১৯ নং রুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, ‘বর্তমানে বিএনপি জিয়াউর রহমানের আদর্শকে লালন না করার ফলে আজ আমাদের অবস্থা নাজুক। আমরা যদি সত্যিকার জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারন করে রাজনীতি করতে পারি, তাহলে আওয়ামীলীগ সরকার এ দেশ থেকে জাতীয়তাবাদী দলকে উৎখাত করার যে স্বপ্ন দেখছে তা বাস্তবায়ন করতে পারবেনা’।
এসময় উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল ইসলাম, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক ড. মো. মজিবর রহমান, অধ্যাপক ড. ফিরোজা হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম, প্রভাষক রেজাউল রাকিব সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মচারী ও অফিসার সমিতির নেতারা।
সানবিডি/ঢাকা/এসএস