অবশেষে শুরু হলো যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। আশা করা যাচ্ছে নির্বাচনে প্রায় ১২ কোটি মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবেন তাদের পছন্দের প্রেসিডেন্ট প্রার্থীকে।
স্থানীয় সময় মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়েছে। শেষ হবে রাত ৮টার মধ্যে। তবে আইওয়া এবং নর্থ ডাকোটা অঙ্গরাজ্যে ভোটগ্রহণ চলবে রাত ৯টা পর্যন্ত।
এদিকে, এই নির্বাচনকে ঘিরে পুরো বিশ্বজুড়ে আগ্রহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সবাই তাকিয়ে- কে হতে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ভবন হোয়াইট হাউজের পরবর্তী চার বছরের অধিকর্তা।
দুনিয়া কাঁপানো এ নির্বাচনে লড়াই করছেন ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটন এবং রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে লড়ছেন ডোনাল্ড ট্রাম্প।
নির্বাচনের আগে তিন পর্বের বিতর্ক থেকে শুরু করে বেশ কয়েকটি ধাপ পেরোতে হয়েছে এই দুই প্রার্থীকে। এ সময় উঠে এসেছে নানা বিতর্ক, হয়েছে নানা জরিপ।
জরিপের ফলাফলে কখনও এগিয়ে ছিলেন হিলারি, আবার কখনও ট্রাম্প। তাই নিশ্চিত করে বলা যাচ্ছে না, কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট?
তবে যেই প্রেসিডেন্ট হোক, তাকে পেতে হবে ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি ইলেকটোরাল ভোট। সেই ভোট লাড়াইয়ে ঝাঁকুনি শুরু হয়েছে বিশ্বব্যাপী।