যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের জয়ের সম্ভাবনা ৯০ শতাংশ। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স ও ইপসোস এর সর্বশেষ জরিপে এমন তথ্য জানানো হয়।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে এমন খবর প্রকাশ করে রয়টার্স।
সে হিসেবে রিপাবলিক পার্টির ডোনান্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনা মাত্র ১০ শতাংশ। জরিপে বলা হয়, গত সপ্তাহের মতোই রয়েছে হিলারির জয়ের সম্ভাবনা। তবে ট্রাম্পের জয়ের সম্ভাবনা নির্ভর করছে ছয়-সাতটি অঙ্গরাজ্যে শ্বেতাঙ্গ, হিস্পানিক আর কৃষ্ণাঙ্গদের ভোট প্রয়োগের ওপর।