দক্ষিণ কোরিয়ায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ১২, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৪-১১-০৮ ১৫:০৮:০৩


দক্ষিণ কোরিয়া জেজু দ্বীপের উপকূলে একটি মাছ ধরার নৌকা ডুবে ১২ জন নিখোঁজ হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার নৌকাটি ডুবে যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন। কাছাকাছি মাছ ধরার জাহাজগুলো ১৫ জন ক্রু সদস্যকে পানি থেকে উদ্ধার করতে সক্ষম হলেও দুইজনকে তীরে আনার পর মৃত ঘোষণা করা হয়।

এ বিষয়ে জেজুর উপকূলরক্ষী কর্মকর্তা কিম হান-না বলেছেন, অন্য ১৩ জন নিরাপদে আছেন। তিনি আরো বলেন, ২৭ জন ক্রু সদস্যের মধ্যে ১৬ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক এবং ১১ জন বিদেশি নাগরিক ছিলেন। মাছ ধরার জন্য নৌকাটি গতকাল বৃহস্পতিবার জেজুরের সেওগউইপো বন্দর থেকে ছেড়ে গিয়েছিল।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল নিখোঁজ ক্রু সদস্যদের খুঁজে বের করতে এবং উদ্ধারের জন্য কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন বলে তার কার্যালয় জানিয়েছে।

উপকূলরক্ষীরা আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে কাছাকাছি একটি মাছ ধরার নৌকা থেকে  বিপৎসংকেত পেয়েছিলেন। শুক্রবার সকাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার উপকূলরক্ষী পুলিশ, ফায়ার সার্ভিস এবং সামরিক বাহিনীর অন্তত ১১টি জাহাজ এবং ৯টি বিমান জীবিতদের শুরু করে। এতে ১৩টি বেসামরিক জাহাজ তাদের সহায়তা করে।

সূত্র : এপি

এনজে