হিলারি ক্লিনটন শিবিরের জন্য দুঃসংবাদ হচ্ছে, রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প মিশিগান, উইসকনসিনের মতো অঙ্গরাজ্যে এগিয়ে আছেন। শেয়ারবাজারের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে, বাজার ট্রাম্পের জয়ের আভাস দিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের প্রবণতায় ট্রাম্পের জয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে।
গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা, ওহাইও ও মিশিগানে ট্রাম্পের জয়ী হওয়ার উজ্জ্বল সম্ভাবনা দেখা যাচ্ছে।ডেমোক্র্যাটদের জন্য স্বস্তির খবর হচ্ছে, হিলারি ভার্জিনিয়া অঙ্গরাজ্যে জয়ী হতে যাচ্ছেন।
সানবিডি/ঢাকা/এসএস