রোববার, ৮ ডিসেম্বর ২০২৪
‘অন্তর জ্বলেরে জ্বলে’ গানটা কার লেখা!
প্রকাশিত - নভেম্বর ৯, ২০১৬ ১১:৫২ এএম
ভারতের পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী ইন্দ্রনীল সেন তার ভালোবাসার ছুটি অ্যালবামে বাংলাদেশের শিল্পী কুমার বিশ্বজিতের গাওয়া জনপ্রিয় একটি গান গেয়েছেন নিজের লেখা ও গীতিকার হিসেবে ‘কোরাক’-এর নাম ব্যবহার করে। অথচ গানটি লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।
এর আগে ইমতিয়াজ বুলবুল আফসোস করে তার ফেসবুক অ্যাকাউন্টে ইন্দ্রনীলের গাওয়া ‘অন্তর জ্বলেরে জ্বলে’ গানটির ভিডিও সংযোজন করে পোস্টে লিখেছেন, ‘এ গান ইন্দ্রনীল-এর, নাকি বুলবুল-এর, কার? এ গানের আসল শিল্পী কে, বিশ্বজিৎ নয়? ইন্দ্রনীল, সুরকার হিসেবে তোমার নাম এবং গীতিকার হিসেবে কোরাক-এর নাম দিয়ে তুমি তোমার নিজের সম্মান নষ্ট করেছ, এর বেশি কিছু নয়।’
এটা কী করে সম্ভব? ন্যূনতম শ্রদ্ধাবোধ নেই! ওপার বাংলার শ্রোতারা জানল গানটি কোরাকের লেখা, ইন্দ্রনীলের সুর করা। আমার সৃষ্টি অন্যের নামে চলে গেল বলে মন্তব্য করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ইন্দ্রনীল এই গানটি গেয়েছেন, বিষয়টি আমাকে প্রথম জানান পূর্ণচন্দ্র দাস। আমি পরে ইন্দ্রনীলের ভালোবাসার ছুটি অ্যালবামটি পাই। কিন্তু অ্যালবামে সুরকার ও গীতিকার হিসেবে আমার জায়গায় অন্যের নাম দেখে বিস্মিত হই।
প্রসঙ্গত, ‘অন্তর জ্বলেরে জ্বলে’ গানটি ২০০১ সালে এজাজ খান স্বপনের তত্ত্বাবধানে এশিয়া ভয়েস থেকে বের হওয়া কুমার বিশ্বজিতের মা জননী অ্যালবামে ছিল।
সানবিডি/ঢাকা/এসএস
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.