দর পতনের শীর্ষে প্রিমিয়ার সিমেন্ট

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১১-১০ ১৫:৫৮:৪৮


সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩২৭ বারে ৪ লাখ ২১ হাজার ৮৪৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৪২ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে সোনালী আঁশের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হাজার ৭৯২ বারে ৬ লাখ ২৫ হাজার ৮২০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৯ কোটি ৭১ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৫৪২ বারে ২ লাখ ৫৬ হাজার ১৫৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ২৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- বারাকা পতেঙ্গার ৭.২৫ শতাংশ, একটিভ ফাইনের ৬.৮১ শতাংশ, ফু- ওয়াং ফুডের ৬.৬৬ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ৬.৪৮ শতাংশ, চাটার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৬.৪৭ শতাংশ, নাভানা ফার্মার ৬.৪২ শতাংশ এবং সিলভা ফার্মার শেয়ার দর ৬.৩০ শতাংশ কমেছে।

 

এসকেএস