ট্রাম্পের নির্বাচনী কৌশল নির্ধারকই ভোট দিলেন হিলারিকে

প্রকাশ: ২০১৬-১১-০৯ ১২:২৯:৩৪


enaডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে ভোট দিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে কাজ করা এনা নাভারো। ভোটের দিন অনেক ভেবেচিন্তে তিনি এই সিদ্ধান নেন বলে জানান রিপাবলিকান পার্টির নির্বাচনী কৌশল নির্ধারক। তবে ট্রাম্পকে প্রত্যাখ্যান করা তার ভোট দানের মাধ্যমে সীমাবন্ধ ছিল না। সরাসরি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েই বিষয়টি জানিয়ে দিয়েছেন তিনি। খবর সিএনএনের।

মঙ্গলবার ভোটদান শেষে গণমাধ্যমকে তিনি বলেন, আমি ভেবেছি, আমি ভেবেছি এবং ভেবেছি অতঃপর হিলারিকে ভোট দিয়েছি। এটা আমার নিজস্ব প্রকাশ। ব্যক্তি স্বাধীনভাবেই ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে ভোট দিলাম; আমি আনন্দ ও উদ্যাম ছাড়া এটা করেছি। কারণ এটা হলো আমার দায়িত্ব এবং দেশের প্রতি ভালোবাসা। এনা নাভারো নিজেই একজন নিকারাগুয়া বংশোদ্ভুত। তাই ট্রাম্পকে প্রত্যাখ্যান করার পেছেনে এই কারণটা তুলে আনেন তিনি।

এনা নাভারো বলেন, ট্রাম্প তার নির্বাচনী প্রচারে যেভাবে অভিবাসীদের সম্পর্কে বলেছেন, এটি অতি খারাপ হয়েছে। ট্রাম্প অভিবাসীদের সন্ত্রাসী, ধর্ষক এবং খুনি বলে আখ্যা দিয়েছেন। এছাড়া ট্রাম্প কখনোই যুক্তরাষ্ট্রের উন্নয়নে  অভিবাসীদের অবদান স্বীকার করেননি।

এনা আরও বলেন, আমি ট্রাম্পকে ভোট দিলাম না, কারণ আমি একজন হিস্পানিক। ট্রাম্প তার নির্বাচনী ক্যাম্পেইনের প্রথম দিনই মেক্সিকানদের ধর্ষক বলে মন্তব্য করেন। আমার জন্ম মেক্সিকোতে নয়, কিন্তু তাদের বলার মধ্য দিয়ে আমাকে পরোক্ষভাবে বলা হয়েছে।

সানবিডি/ঢাকা/এসএস