দর পতনের শীর্ষে মনোস্পুল পেপার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১১-১১ ১৫:১৬:০৩
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১১ দশমিক ৬০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৮৮ বারে ১ লাখ ৩ হাজার ২৪৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩১ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে স্টাইল ক্রাফটের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৪৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৩৭ বারে ২২ হাজার ৭০০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩২৭ বারে ৩ লাখ ৫১ হাজার ৮৯৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে-এমবি ফার্মার ৬.১১ শতাংশ, কেএন্ডকিউয়ের ৬.০১ শতাংশ, আরামিট সিমেন্টের ৫.৯২ শতাংশ, শাহজিবাজবার পাওয়ারের ৫.৮১ শতাংশ, ডেসকোর ৫.৩৯ শতাংশ, এনার্জিপ্যাকের ৫.৩৬ শতাংশ এবং সি পার্ল রিসোর্টের শেয়ার দর ৫.১১ শতাংশ কমেছে।
এসকেএস