সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২৬০ বারে ১ লাখ ৫৯ হাজার ৭৪১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা রানার অটোর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটি ৫১৪ বারে ২ লাখ ৪৩ হাজার ৮১২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা শেফার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৫ শতাংশ। কোম্পানিটি ৩৭১ বারে ১৭ লাখ ৯০ হাজার ৪৭৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৫১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –সিকদার ইন্স্যুরেন্সের ৯.৩০ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৮.৭৭ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৭.৯১ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৭.৫৪ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ৭.৪২ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৭.৪০ শতাংশ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৬.৯১ শতাংশ দর বেড়েছে।
এসকেএস