ঘোষণার ১১ দিন পর বোনাসের টাকা বুঝে পেল সাফজয়ী নারীরা
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৪-১১-১১ ১৫:২৩:২১
নারী সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফেরার দিনে ছাদখোলা বাসে নারী ফুটবলারদের গণসংবর্ধনা দেয়া হয়েছিল। সেদিনই চ্যাম্পিয়ন দলের জন্য ১ কোটি টাকা বোনাস ঘোষণা করেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই ঘোষণার ১১ দিন পর বোনাসের টাকা বুঝে পেয়েছেন ঋতুপর্ণা-সাবিনারা।
যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রতিশ্রুত ১ কোটি টাকার বোনাস আলাদা ৩২টি চেকের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। চেক হস্তান্তরের বিষয়টি উপদেষ্টা আসিফ মাহমুদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
সাফ চ্যাম্পিয়নশিপের জন্য নেপালে পাঠানো ৩২ সদস্যের দলের সকলের মধ্যে সমবন্টন করা হয়েছে। এতে সবাই ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা করে পেয়েছেন।
নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে খেলোয়াড় ছিলেন ২৩জন। কোচিং স্টাফ, মিডিয়া ম্যানেজার ও অফিসিয়াল ছিলেন ৯জন। এই দলের টিম লিডার ছিলেন বাফুফের সদস্য টিপু সুলতান। তবে বাফুফের নির্বাচন থাকায় তিনি দলের সঙ্গী হতে পারেননি। ফাইনালের আগে অবশ্য দলের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি।
জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফের কাছে এই ৩২জনের জন্য ৩২টি চেক ইসু করেছে। চেকগুলো বুঝে পাওয়ার পর ফেডারেশনকে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে প্রাপ্তি স্বীকার করে পত্র প্রেরণ করতে বলা হয়েছে।
নারী দল সাফ চ্যাম্পিয়ন হয়ে ফেরার পর বাফুফেও বিজয়ী দলের জন্য দেড় কোটি টাকার অর্থ পুরস্কার ঘোষণা করেছিল। ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবির পক্ষ থেকেও ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এই দুই সংস্থার প্রতিশ্রুত অর্থ অবশ্য এখনও বুঝে পাননি খেলোয়াড়রা।
বিএইচ