বৈশাখীর বিডিং শো ‘স্বপ্ন সদাই’ অনুষ্ঠানে বুলবুল টুম্পা

প্রকাশ: ২০১৬-১১-০৯ ১৪:২১:৫২


bulbulপ্রথমবারের মতো বৈশাখী টিভিতে শুরু হয়েছে বিডিং শো ‘স্বপ্ন সদাই’। অনুষ্ঠানটির এবারের অতিথি মডেল, কোরিওগ্রাফার ও ট্রেইনার বুলবুল টুম্পা।
একটি এসএমএসের মাধ্যমে করে ফেলতে পারবেন আপনার পুরো মাসের সদাই। ভাবছেন স্বপ্ন! স্বপ্ন হলেও তা বাস্তবে রূপ দিয়েছে বৈশাখী টেলিভিশনের বিডিং শো স্বপ্ন সদাই।
এই অনুষ্ঠানে সরাসরি এসএমএস ও ফোন কলের মাধ্যমে পণ্যের সঠিক দাম বলে দর্শকরা তাৎক্ষণিকভাবে সেই পণ্য জিতে নিতে পারবেন। প্রতিটি পণ্যের প্যাকেজে থাকবে ৭ হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকার পণ্য। যা একটিমাত্র সঠিক এসএমএসের মাধ্যমে জিতে নেয়া সম্ভব।
প্রতি পর্বে একজন সেলিব্রেটি গেস্ট এর হাত দিয়ে পুরষ্কার দেয়া হয় বিজয়ীদের। বিডিং এর পাশাপাশি সেলিব্রেটির সাথে আলাপচারিতা অনুষ্ঠানে ভিন্ন মাত্রার বিনোদন পান দর্শকরা। সায়েম সালেক এর উপস্থাপনায়, এস আর রুমেল ও এস আলী সোহেলের প্রযোজনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত ১১ টায়, বৈশাখী টেলিভিশনে। সুপার শপ ‘স্বপ্ন’-এর সৌজন্যে স্বপ্ন সদাই অনুষ্ঠানটি প্রচারিত হয়।