মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
ট্রাম্পের বিজয়ের সম্ভাবনা, দরপতন এশিয়ার বাজারে
প্রকাশিত - নভেম্বর ৯, ২০১৬ ৩:৫০ পিএম
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের সম্ভাবনা দেখা দেয়ায় এশিয়ার পুঁজিবাজারে ধস নেমেছে। খবর বিবিসির।
এই অঞ্চলের প্রধান সব মার্কেটের পুঁজিবাজারে মুদ্রা ও স্বর্ণের দরপতন হয়েছে। এর মধ্যে মুদ্রা ইয়েনেরও দরপতন হয়েছে। এরই মধ্যে ডলারের বিপরীতে মেক্সিকান পেসোর দর বেড়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার এএসএক্সের দরপতন হয়েছে দুই দশমিক এক ভাগ।
জাপানের ‘নিকেই ২২৫’ এর পাঁচ দশমিক দুই ভাগ দরপতন হয়েছে। হংকংয়ের ‘হ্যাং স্যাং’ এর দর তিন দশমিক আট ভাগ হ্রাস পেয়েছে। এবং ‘সাংহাই কম্পোজিটের’ দর এক দশমিক ছয় ভাগ পড়ে গেছে। দক্ষিণ কোরিয়ার কোসপির দর তিন দশমিক এক ভাগ পতন হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই হলেও ব্যবসায়ীরা হিলারি ক্লিনটনের সহজ জয় প্রত্যাশা করেছিলেন।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.