ভারতের দিল্লিতে এখন বায়ু দূষণ প্রকট আকার ধারণ করেছে। যার এর প্রভাব পড়েছে অনেকের মতো বলিউড অভিনেত্রী বিপাশা বসুর ওপরও। দূষণ ও ধোঁয়াশার কারণে গলায় সংক্রমণ হয়েছে নায়িকার। বিপাশা মুম্বইয়ের বাসিন্দা। সদ্য বিয়ে করেছেন করণ সিং গ্রোভারকে। করণের দিল্লির বাড়িতে পরিবারের সকলের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন এই দম্পতি।
সেখানেই গিয়েই অসুস্থ হয়ে পড়েন বিপাশা। এরপর সফর বাতিল করে বুধবার মুম্বাইয়ের উদ্দেশ্যে রওয়না দেন তারা। সোশ্যাল মিডিয়ায় বিপাশা লিখেছেন, ‘দিল্লি থেকে ভয়ানক গলা ব্যাথা নিয়ে ফিরছি।
সত্যিই ওখানে ভয়ঙ্কর অবস্থা।’ এসময় একটি মাস্ক পরা ছবিও শেয়ার করেন নায়িকা। তা দেখে উদ্বিগ্ন সকলে। এরপর নায়িকাকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন তার ভক্তরা।