চীনে জ্বালানি তেল সরবরাহ কমাবে সৌদি আরব
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১১-১৩ ১৪:৪০:২৩
বর্তমানে চীনে অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহে বিশ্বে দ্বিতীয় শীর্ষ দেশ সৌদি আরব। তবে আগামী মাসে দেশটিতে সৌদি আরবের জ্বালানি তেল সরবরাহ কমতে পারে। নিম্নমুখী চাহিদা রফতানি কমানোর পেছনে ভূমিকা রাখবে। গতকাল বেশকিছু বাণিজ্যিক তথ্য সংগ্রহ করে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ বিষয়ে রয়টার্স জানায়, ডিসেম্বরে চীনে সৌদি আরবের জ্বালানি তেল সরবরাহ ৩ কোটি ৬৫ লাখ ব্যারেলে নেমে যেতে পারে।
বার্তা সংস্থাটি আরো জানায়, চীনের জ্বালানি তেল পরিশোধনকারী কেন্দ্রগুলোয় নভেম্বরে সৌদি আরবের ৩ কোটি ৭৫ লাখ ব্যারেল জ্বালানি তেল সরবরাহ করার কথা ছিল, অক্টোবরে যা ৪ কোটি ৬০ লাখ ব্যারেল।
খাতসংশ্লিষ্টরা জানান, চীনে চলতি বছরের শেষ প্রান্তিকে জ্বালানি তেল পরিশোধন কার্যক্রম আরো কমে যেতে পারে। পরিশোধন কার্যক্রমে লাভের পরিমাণ কমে যাওয়া ও সড়ক পরিবহনে নিম্নমুখী জ্বালানির চাহিদার কারণে পরিশোধন কমাবে দেশটির অভ্যন্তরীণ বিভিন্ন কোম্পানি।
এদিকে চীনের শুল্ক বিভাগের দেয়া তথ্যানুসারে, চলতি বছরের প্রথম নয় মাসে দেশটির সৌদি আরব থেকে জ্বালানি তেলে আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৮ শতাংশ কমেছে। এ সময় মোট আমদানি নেমেছে ৫ কোটি ৯৫ লাখ ২০ হাজার টনে (দৈনিক গড়ে ১৫ লাখ ৮০ হাজার ব্যারেল)।
এনজে