তহবিল নিয়ন্ত্রণের নামে আইন করে এনজিও র কার্যক্রম তদারকি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, এখন সময় এসেছে এই আইন সংস্কারের। আইনের বেড়াজালে পড়ে এনজিও কর্মীরা স্বাধীনভাবে কথা বলতে পারছে না।
বুধবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ‘গ্র্যান্টস অ্যাওয়ার্ড সেরেমনি বাংলাদেশ আমেরিকা মৈত্রী প্রকল্প’ অনুষ্ঠানে একথা জানান তিনি।
রিজওয়ানা হাসান বলেন, ভিন্ন মতামতকে গুরুত্ব দিতে হবে। ভিন্নমতের হলে তারা রেজিস্ট্রেশন পাবে না এমন যেন না হয়।
দেশের সবাইকে পরিবেশের কথা বলার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, কৃষি, শিশু, পরিবেশ যে যা নিয়েই কাজ করি না কেন, তা যেন দেশের জন্য হয়।
এম জি