দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১১-১৩ ১৫:২৪:৫২
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ৪০০ বারে ৩ লাখ ১৭ হাজার ৬৪০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭৫ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। কোম্পানিটি ৩০৯ বারে ১ লাখ ৭ হাজার ৯৬৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইন্ট্রাকোর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১০৫ বারে ৩০ লাখ ৫৯ হাজার ৪২১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৪২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – কনফিডেন্স সিমেন্টের ৮.৮১ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ৯.৭০ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ৮.৪৩ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৭.৬৭ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৭.৬৪ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৭.৪৫ শতাংশ এবং এশিয়া ইন্স্যুরেন্সের ৭.৩৪ শতাংশ দর বেড়েছে।
এসকেএস