বিশ্বব্যাপী গম রফতানি ৩ শতাংশ কমার পূর্বাভাস
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১১-১৩ ১৫:৩৬:৩৬
বিশ্বব্যাপী গম রফতানি ২০২৪-২৫ বিপণন বর্ষে (জুন-মে) কমতে পারে। বৈশ্বিক কৃষিপণ্য সরবরাহ ও চাহিদা সম্পর্কিত প্রাক্কলনের নভেম্বর সংস্করণে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)।
বিশ্বব্যাপী গম রফতানি ২০২৪-২৫ বিপণন বর্ষে (জুন-মে) কমতে পারে। বৈশ্বিক কৃষিপণ্য সরবরাহ ও চাহিদা সম্পর্কিত প্রাক্কলনের নভেম্বর সংস্করণে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস।
ইউএসডিএ বৈশ্বিক গম রফতানি পূর্বাভাস ১২ লাখ টন কমিয়ে ২১ কোটি ৪৬ লাখ ৭০ হাজার টন করেছে। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, এ সময় বিশ্বব্যাপী গম রফতানি আগের বিপণন বর্ষের তুলনায় ৩ শতাংশ কমে যেতে পারে। তুরস্ক ও কাজাখস্তান থেকে নিম্নমুখী রফতানি সার্বিক রফতানিতে প্রভাব ফেলতে পারে।
ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, ২০২৪-২৫ বিপণন বর্ষে কাজাখস্তান এক কোটি টন গম রফতানি করতে পারে, অক্টোবরে দেয়া পূর্বাভাসে যা ছিল ১ কোটি ৫ লাখ টন। কাজাখস্তানে অভ্যন্তরীণ পশুখাদ্যের চাহিদা বৃদ্ধির কারণে দেশটির রফতানি পূর্বাভাস সংশোধন করা হয়েছে।
এছাড়া ২০২৪-২৫ বিপণন বর্ষে তুরস্কের মোট গম রফতানি ৭৫ লাখ টন হতে পারে, যা আগের বছরের তুলনায় ২৫ লাখ টন কম।
তুরস্ক ২১ জুন থেকে ১৫ অক্টোবর পর্যন্ত গম আমদানিতে নিষেধাজ্ঞা দেয়। এ সময় অভ্যন্তরীণ মিলগুলো তাদের মজুদ থেকে গম ব্যবহার শুরু করে। এছাড়া পুনরায় রফতানির জন্য ময়দা উৎপাদনের জন্য দেশী গম ব্যবহার করতে বাধ্য হয়। ইউএসডিএ জানায়, এ কারণে জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত তুরস্কের ময়দা রফতানি ব্যাপকভাবে কমেছে। এছাড়া ২০২৪-২৫ বিপণন বর্ষে (জুলাই-জুন) দেশটির মোট গমের ময়দা রফতানি ৪১ শতাংশ কমে ১০ লাখ টনে নেমেছে।
এনজে