প্রকাশ্যে আনুশকা শর্মার কাছে ক্ষমা চাইলেন আরেক বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। না! কোন প্রফেশনাল সমস্যা নয়। বরং আনুশকা যাতে কোনো কষ্ট না পান তাই সহকর্মীকে খুশি করতেই এমন সিদ্ধান্ত আলিয়ার! সম্প্রতি ‘ডিয়ার জিন্দেগি’র প্রচারে ‘কফি উইথ করণ’-তে হাজির ছিলেন শাহরুখ-আলিয়া।
সেখানে আলিয়াকে ক্রিকেটের কমেন্ট্রি করতে বলেন করণ জোহর। সঙ্গে আবদার ‘সেনসেশনাল’ গলায় কমেন্ট্রি করতে হবে। এরপর আলিয়া সেনসেশনাল গলায় বিরাট কোহলির ব্যাটিংয়ের কমেন্ট্রি শুরু করেন। ভারতীয় গণমাধ্যমের খবর, এ কারণে আনুশকা শর্মার কাছে ক্ষমা চেয়ে নেন তিনি।