রোববার, ৫ জানুয়ারী ২০২৫
অন্ধকারে থেকেই হৃতিক অন্ধ!
প্রকাশিত - নভেম্বর ১০, ২০১৬ ৫:৪৫ পিএম
একদিকে মহেঞ্জোদারোর মুখ থুবড়ে পড়া অনাকাঙ্খিত ঘটনা, অন্যদিকে অভিনেত্রী কঙ্গণা রানাওতের সঙ্গে একেরপর বাকযুদ্ধ। ঠিক এই মুহূর্তেই প্রিমিয়ার হয় 'কাবিল' এর ট্রেইলর।
আর সেই ট্রেইলর থেকেই কামব্যাক করছেন বলিউড সুপারস্টার হৃতিক। অবশ্য এজন্য কম খড়খুটা পোড়াতে হয়নি এই অ্যাকশন হিরোকে। চরিত্রের প্রয়োজনে এবার অন্ধ হিসেবে নিজেকে হাজির করছেন ‘কাবিল’এ।
দৃষ্টিহীন দম্পতির জীবনের লড়াই নিয়ে গড়ে উঠেছে 'কাবিল'। ট্রেইলর দেখা গেল এক অন্য হৃতিককে । আর তাকে এখানে অভিনয় করছেন ইয়ামি গৌতম।
চরিত্রে কোনও ফাঁক না রাখতে ঘণ্টার পর ঘণ্টা হৃতিক সময় কাটিয়েছেন দৃষ্টিহীন মানুষজনের সঙ্গে। আঁধারারের মাঝ থেকে তাঁদের জীবনযাপন, ভাবধারাকে আগলে নিজের করে তুলেছেন জুনিয়র রোশন।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হৃতিক জানিয়েছেন, ‘চোখ বন্ধ থাকলে অন্য অঙ্গগুলো কেমন যেন নিজে থেকেই চারপাশটাকে অনুভব করতে সাহায্য করে। আর এখন যদি আমার চোখ বেঁধে দেওয়া হয়, আমি অন্ধকারে নিজের বাড়িতে সব কিছু খুব সহজেই খুঁজে পেয়ে যাব।’
রাকেশ রোশন প্রযোজিত, সঞ্জয় গুপ্তা পরিচালিত 'কাবিল' আগামী বছরের ২৬শে জানুয়ারী মুক্তি পাবে। কিভাবে দর্শক মন জয়ের পাশাপাশি, বক্স অফিসে ঝড় তুলবেন সেটি দেখার এখন অপেক্ষা! খবর আনন্দবাজার।
Copyright © 2025 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.