শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
যুক্তরাষ্ট্রে থেকে আলাদা হওয়ার দাবি ক্যালিফোর্নিয়ায়
প্রকাশিত - নভেম্বর ১০, ২০১৬ ৫:৪৩ পিএম
যুক্তরাষ্ট্র থেকে আলাদা হতে চাচ্ছে দেশটির অন্যতম অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই দাবি জানানো হচ্ছে।
বৃহস্পতিবার বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েস ক্যালিফোর্নিয়া ইন্ডিপেন্ডেস ক্যাম্পেইন নামের রাজনৈতিক মতাদর্শের একটি ছোট গোষ্ঠী।
যুক্তরাষ্ট্র থেকে বের হয়ে যাওয়া এই প্রক্রিয়া বলা হচ্ছে ‘ক্যালেক্সিট’। এটি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছেড়ে যাওয়ার প্রক্রিয়া ‘ব্রেক্সিট’ নাম অনুসরণ করে এই নামকরণ করা হয়েছে। গোষ্ঠীটি ক্যালিফোর্নিয়াকে যুক্তরাষ্ট্র থেকে আলাদা করার বিষয়ে ২০১৮ সালে গণভোটের আয়োজন করতে চাচ্ছে।
ইয়েস ক্যালিফোর্নিয়া গোষ্ঠীর ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বের ষষ্ঠ বৃহৎ অর্থনীতির অঞ্চল ক্যালিফোর্নিয়া অর্থনৈতিক শক্তি হিসেবে ফ্রান্সের চেয়ে শক্তিশালী। এর জনসংখ্যা পোল্যান্ডের চেয়ে বেশি। শুধু যুক্তরাষ্ট্রের অন্য ৪৯টি অঙ্গরাজ্যের সঙ্গেই নয়, বিভিন্ন বিবেচনায় যেকোনো রাষ্ট্রের সঙ্গে ক্যালিফোর্নিয়া তুলনীয় হতে পারে ।
সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্রের এমন অনেক মূল্যবোধ আছে, যেগুলোর সঙ্গে ক্যালিফোর্নিয়ার বিরোধ রয়েছে। এসব বিরোধ নিয়ে থাকার অর্থ হলো, অন্য রাজ্যগুলোর জন্য অব্যাহতভাবে আমাদের ক্ষতি করে যাব।
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে সর্বোচ্চ ৫৫টি ইলেকটোরাল ভোট রয়েছে ক্যালিফোর্নিয়ায়| এবারের নির্বাচনে সেখানে জয় পেয়েছেন ট্রাম্প|
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.