সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আমান ফিড লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৪৭৪ বারে ৮ লাখ ১৮ হাজার ৭০০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৯৭ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ২০৫ বারে ৬৯ হাজার ৯৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯৭ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা কনফিডেন্ট সিমেন্টের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৯৫ বারে ১১ লাখ ৫৯ হাজার ২৯৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৫৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ডরিন পাওয়ারের ৯.৮৫ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৯.৭৬ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ৯.৭৪ শতাংশ, আর্গন ডেনিমসের ৯.৪৬ শতাংশ, যমুনা ব্যাংকের ৮.৯৮ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৮.১৩ শতাংশ এবং এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান’র ৮ শতাংশ দর বেড়েছে।
এসকেএস