শহীদদের নামে দেশের তিন স্টেডিয়ামের নামকরণ

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৪-১১-১৪ ২০:১২:৩৬


একমাস আগেই অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছিলেন, ছাত্র-জনতা আন্দোলনে শহীদদের নামেই দেশের স্টেডিয়ামের নামকরণ করা হবে। আজ বৃহস্পতিবার তার সেই কথার প্রতিফলন দেখা গেলো।

দুই স্টেডিয়াম ও এক খেলার মাঠের নাম পরিবর্তন করা হয়েছে। বিগত আওয়ামী লীগ আমলে নিহত ৩ শহীদদের নামে এসব স্টেডিয়াম ও খেলার মাঠের নামকরণ করা হয়। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টের মাধ্যমে ক্রীড়া উপদেষ্টা জানান, কুষ্টিয়ার শেখ কামাল স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম, টাঙ্গাইল জেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ মারুফ স্টেডিয়াম ও ঢাকার জাতীয় সংসদ ভবন সংলগ্ন খেলার মাঠের নাম পরিবর্তন করে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ রাখা হয়েছে।

নতুন নামকরণ করা তিন শহীদের মাঝে দুজনের মৃত্যু হয়েছিল জুলাই মাসের ছাত্র আন্দোলনের সময়ে। এছাড়া আবরার ফাহাদের মৃত্যু হয়েছিল ২০১৯ সালের ৭ অক্টোবর। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের এই ছাত্রকে ফেসবুক স্ট্যাটাসের জেরে পিটিয়ে হত্যা করেছিল আওয়ামী লীগের নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ।

বিএইচ