প্রকাশক ফয়সল আরেফিন দীপন ও ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নীলয় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আনসারুল্লাহ বাংলাটিমের এক সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ বলছে, গ্রেফতার হওয়া ব্যক্তি আনসারুল্লাহ বাংলাটিমের (এবিটি) নেতৃস্থানীয় একজন।
শুক্রবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।
তিনি জানান, শনিবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।