কারাগার থেকে নাতীর উদ্দেশ্যে আল্লামা সাঈদীর পাঁচটি নসিহত

সানবিডি২৪ আপডেট: ২০২৪-১১-১৫ ১২:৪৪:০৭


অনেক আদরের রুম্মান কিছু নসিহত:

১) তুমি তোমার মাতা-পিতার এ পর্যন্ত একমাত্র কলিজার টুকরা, তোমার পিতা অত্যন্ত প্রতিভাবান মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব, তোমার মা সৌভাগ্যবতী উচ্চ শিক্ষীতা পবিত্রা মহিলা,তোমার নানা বাংলাদেশের শীর্ষ স্থানীয় আলেমে দ্বীন, বিশ্বব্যাপি রয়েছে তার পরিচিতি। আলহামদুলিল্লাহ। তোমার স্বপ্ন হবে তোমার নানার মত নিজেকে গড়ে তোলার, আল্লাহ তায়ালা কবুল করুন।

২। লেখা পড়ায় খুউব মনোযোগী হবে। পবিত্র কোরআন-হাদীছ বুঝে পড়বে। প্রতিটি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করার চেষ্টা অব্যাহত রাখবে।

৩। পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামায়াতে আদায় করার চেষ্টা করবে। খারাপ-দুষ্ট, ছেলে-মেয়েদের সংসর্গ থেকে নিজেকে হেফাযত করবে।

৪। পিতা-মাতা ও মুরুব্বীদের শ্রদ্ধা করবে, কখনও বেয়াদবী করবে না, সদা সত্য কথা বলবে এবং ছোটদের আদর করবে।

৫। দীদাকে সময় দিবে, বড় চাচী আম্মা ও মুন্নাকেও সময় দিবে। এ ডায়েরীটাতে ভালো-ভালো কথা নোট করবে যা ভবিষ্যতে তোমার কাজে লাগবে।

এনজে