এক নজরে সিমেন্ট খাতের লভ্যাংশ সমূহ
সানবিডি২৪ আপডেট: ২০২৪-১১-১৭ ১৭:০১:৫৬
দেশের পুঁজিবাজারে সিমেন্ট খাতের ৭টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। কোম্পানিগুলো হলো-আরামিট সিমেন্ট, কনফিডেন্স সিমেন্ট, ক্রাউন সিমেন্ট, হাইডেলবার্গ সিমেন্ট, লাফার্জ হোলসিম , মেঘনা সিমেন্ট ও প্রিমিয়ার সিমেন্ট কোম্পানি লিমিটেড।
এর মধ্যে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড ও লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড কোম্পানি দুটি বহুজাতিক কোম্পানি হবার কারণে কোম্পানি দুটি ডিসেম্বর ক্লোজিং, বাকি ৫ টি জুন ক্লোজিং শেয়ার। জুন ক্লোজিং ৫ টি কোম্পানির লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিগুলো গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
সিমেন্ট খাতের লভ্যাংশ ৩০ জুন, ২০২৪
ক্রমিক নং- | কোম্পানির নাম | ইপিএস | নগদ | বোনাস | লভ্যাংশ | রেকর্ড ডেট | এজিএম |
১ | আরামিট সিমেন্ট | ১৪.৪৭ টাকা (লোকসান) | ০ | ০ | ০ | ৫ ডিসেম্বর | ৩০ ডিসেম্বর |
২ | কনফিডেন্স সিমেন্ট | ৮.৭৩ টাকা | ১০% | ০ | ১০% | ৩০ সেপ্টেম্বর | ২৩ অক্টোবর |
৩ | ক্রাউন সিমেন্ট | ৬.৭৪ টাকা | ২১% | ০ | ২১% | ১৩ নভেম্বর | ১৮ ডিসেম্বর |
৪ | হাইডেলবার্গ সিমেন্ট | ||||||
৫ | লাফার্জ হোলসিম | ২.৮৫ টাকা | ১৯% | ০ | ১৯% | ১১ নভেম্বর | |
৬ | মেঘনা সিমেন্ট | ৭.১৪ টাকা (লোকসান) | ০ | ০ | ০ | ২০ নভেম্বর | ২৩ ডিসেম্বর |
৭ | প্রিমিয়ার সিমেন্ট | ৭.০৪ টাকা | ২১.৫০% | ২১.৫ % | ৭ নভেম্বর | ৩০ নভেম্বর |
এসকেএস