সাফজয়ীদের এক কোটি টাকা পুরস্কারের ঘোষণা বিওএ ও সেনাবাহিনীর

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১১-১৬ ১৬:৪৩:৩২


সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে যৌথভাবে এক কোটি টাকা পুরস্কারে ঘোষণা দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ও বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (১৬ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিওএ’র মিডিয়া কমিটির চেয়ারম্যান বশির আহমেদ।

দীর্ঘ দুই দশকের ট্রফি খরা ঘুচিয়ে ২০২২ সালে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা এনে দিয়েছিল মেয়েরা। ২০০৩ সালের পর থেকে যে ট্রফি অধরা ছেলেদের জন্য। আর মেয়েরা বেশিদিন অপেক্ষায়ও রাখেনি দেশের ফুটবলপ্রেমীদের। ২০২৪ সালে ফের ভারত ও নেপালের মতো শক্তিশালী প্রতিপক্ষদের উড়িয়ে দেশকে টানা দ্বিতীয় সাফ শিরোপা এনে দেন সাবিনারা।

এমন অর্জনের পর রাজসিক সংবর্ধনা তো পেয়েছেন-ই। এবার ভাসছেন একের পর এক পুরস্কারে। ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পর এবার যৌথভাবে এক কোটি টাকা অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। শুধু অর্থ পুরস্কার নয়, সাবিনা-ঋতুপর্ণাদের কক্সবাজারে বিশেষ সংবর্ধনাও দেবেন বলে জানিয়েছেন বিওএ’র মিডিয়া কমিটির চেয়ারম্যান বশির আহমেদ।

এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সংবর্ধনা পাওয়া বাংলাদেশ নারী ফুটবল দলকে ক্রীড়া মন্ত্রণালয় প্রতিশ্রুতি অনুযায়ী এক কোটি টাকার চেক হস্তান্তর করে। আর দিন দুয়েক আগে সাউথ ইস্ট ব্যাংক প্রত্যেক সাফজয়ী ফুটবলারকে ৩ লাখ টাকা করে দিয়েছে। এছাড়া বিসিবি প্রত্যেক খেলোয়াড়কে ২০ লাখ টাকা করে আর বাফুফে পুরো দলকে দেড় কোটি টাকা পুরস্কার দেয়ার কথা জানিয়েছে।

বিএইচ