নতুন দল কিনছেন শাহরুখ!

প্রকাশ: ২০১৫-১০-২৪ ১৭:৩২:৪৬


Indian Bollywood actor and Indian Premier League franchise Kolkata Knight Rider?s co-owner Shah Rukh Khan poses with the IPL trophy during a press conference in Mumbai on May 30, 2012. Kolkata Knight Riders claimed victory in the annual IPL Twenty20 cricket tournament final on May 27, beating defending champions Chennai Super Kings by five wickets. AFP PHOTO/STR        (Photo credit should read STRDEL/AFP/GettyImages)

বলিউড বাদশাহ্ শাহরুখ খান আরও একটি ক্রিকেট দল কিনছেন বলে গুজব ছড়িয়েছে।

শনিবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই গুজবের বিষয়ে বলা হয়, আসন্ন ২৬ জানুয়ারি থেকে সাবেক ক্রিকেটারদের নিয়ে শুরু হতে যাচ্ছে নতুন এক ক্রিকেট লিগ। ওই লিগে মোট ছয়টি দল অংশগ্রহণ করবে। এরমধ্যে যেকোনো একটি কিনতে চলেছেন বলিউড কিং শাহরুখ খান। এছাড়া ওই লিগে ‘মুন্না ভাই এমবিবিএস’ খ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত ও বলিউড সুপারস্টার সালমান খানের ভাই অভিনেতা সোহেল খানও একটি করে দল কেনার আগ্রহ দেখিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, ওই লিগটি হবে মোট ১৮ ম্যাচের। ম্যাচগুলো হবে দুবাই, আবুধাবি ও শারজাতে। টুর্নামেন্টে এই ছয় দলকে নেতৃত্ব দিবেন যথাক্রমে সাবেক পাকিস্তানি বামহাতি পেস বোলার ওয়াসিম আক্রম, ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে এক ইনিংসে অপরাজিত সবোর্চ্চ ৪০০ রানের রেকর্ডধারী ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, আক্রমণাত্মক বামহাতি ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট, খুবই ঘনিষ্ঠ বন্ধু হিসেবে সর্বমহলে পরিচিত শ্রীলঙ্কার ডানহাতি ব্যাটসম্যান মাহেলা জয়বর্ধনে ও বামহাতি ব্যাটসম্যান কুমারা সাঙ্গাকারা এবং সদ্য অবসর নেওয়া ভারতের বিধ্বংসী উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ।

লিগের প্রধান নির্বাহী পরিচালক স্যাম খান বলেছেন, “লিগের এই ছয় দলের মধ্যে একটি কিনেছেন ভারতীয় ওয়ানডে দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির বিজনেস পার্টনার অরুণ পাণ্ডে।”

তিনি জানিয়েছেন, ‘‘আমরা গত তিন বছর ধরে এই প্রকল্পের ওপর কাজ করছি। এই লিগে দল কেনার জন্য গত মাসে সঞ্জয় দত্তকে প্রস্তাব করা হয়। ওনি খুবই আগ্রহ দেখিয়েছেন। ওনার স্ত্রী মান্যতা হবেন ওই দলের সহ-মালিক। শাহরুখ খান ও সোহেল খানও একটি করে দল কেনার কথা চূড়ান্ত করেছেন।’’

মোট ২৬০ জন সাবেক ক্রিকেটার এই লিগে অংশ নেবেন। থাকবেন গতির ঝড় তোলা পাকিস্তানের সাবেক বোলার শোয়েব আখতার ও অস্ট্রেলিয়ার ব্রেট লি’র মতো তারকা ক্রিকেটাররাও।

প্রসঙ্গত, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম দল কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান।