আগামী দিনে পুঁজিবাজার ইতিবাচক ধারায় চলতে থাকবে বলে আশা করেন ধনকুবের ওয়ারেন বাফেট। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আশাবাদের কথা ব্যক্ত করেন।
তিনি বলেন, হিলারি ক্লিনটন ক্ষমতায় আসলে বাজার এখনকার চেয়ে ১০, ২০ এবং ৩০ বছর এগিয়ে যেতো, ট্রাম্পের বেলায়ও এখন সেটা হবে।
শুক্রবার মার্কিন বাজারে ইতিবাচক প্রবণতা দেখা যায়। ট্রাম্পের জয়ের পর বাজার এখন নতুন করে উন্নতির দিকে যাচ্ছে।এ ধনকুবের বলেন, বাজার বিশ্লেষকরা ট্রাম্পের জয়ের পর বাজার নিয়ে যে পতনের কথা জানিয়েছিলেন তা ছিল ভুল।
বাফেট বলেন, মেক্সিকো থেকে আমদানি পণ্যে শুল্ক আরোপ ও চীনের সঙ্গে বাণিজ্য নিয়ে ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় যে আশঙ্কার কথা উল্লেখ করেছেন তা ভালো ধারণা নয়। কিন্তু তার মানে এটা নয় যে, তা মন্দা সৃষ্টি করবে। তবে কিছু প্রভাব পড়তে পারে।
ট্রাম্পের ব্যাপারে পূর্ণ সমর্থন থাকবে জানিয়ে ওয়ারেন বাফেট বলেন, নির্বাচনী প্রচারণায় অনেক কিছু থাকতে পারে। আমি মনে করি, নির্বাচনের পর তার সবটাই বাস্তবায়ন হয় না বা বাস্তবায়ন করা সম্ভব হয় না।