ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এজলাস থেকে নামে ডাকাতি মামলার এক আসামি পালানোর ঘটনায় ২ পুলিশ সদস্যাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) তারেক জুবায়ের গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) তারেক জুবায়ের বলেন, আদালতের এজলাস থেকে বের করার সময় ডাকাতি মামলার আসামি পালানোর ঘটনায় রাজধানীর কোতয়ালি থানায় মামলা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে পুলিশের দুজন সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হবে।
এর আগে শনিবার (১৬ নভেম্বর) ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়েছিল হাতিরঝিল থানার একটি ডাকাতির মামলায় গ্রেফতার আসামি আরিফুল ইসলামকে। এদিন বিকেলে শুনানি শেষে আসামি কৌশলে আদালত কক্ষ থেকে পালিয়ে যান। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম।
বিএইচ