চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বাস-অটোরিকশা সংঘর্ষে এক পথচারী নিহত এবং তিনজন যাত্রী আহত হয়েছেন। সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, রাস্তার পাশ দিয়ে যাওয়ার পথে চট্টগ্রাম নগরমুখী দ্রুতগামী এস.আলম বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশখালীমুখী অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক পথচারীর মৃত্যু হয়। এসময় আরও তিনজন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
নিহত পথচারীর নাম- অবিনাশ ধর (৭৫)। তিনি কালীপুর ইউনিয়নের বাসিন্দা বিপিন চন্দ্র ধরের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী বারবার সড়কের নিরাপত্তা বৃদ্ধির দাবি জানালেও কর্তৃপক্ষ কোন আমলে নেননি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ওসি মোঃ সাইফুল ইসলাম বলেন, বাস-অটোরিকশার সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছেন। বাসটি পালিয়ে গেলেও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। বর্তমানে মরদেহ পুলিশ হেফাজতে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।