চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানার হাজী কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ৮টি গাড়ি। জানা গেছে, ওই কলোনিতে বেশ কিছু কাঁচা ঘর ও দোকানপাট রয়েছে।
তবে আগুন লাগার কারণ এখও জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটর রূপম কান্তি বিশ্বাস বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে বলা যাবে।