রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪
সোহরাওয়ার্দী ও নয়াপল্টনে অবস্থান নিয়েছে পুলিশ
প্রকাশিত - নভেম্বর ১৩, ২০১৬ ১:০১ পিএম
বিএনপির ঘোষিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার সকাল থেকে নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানের সামনে এবং এর আশপাশে বিপুল পুলিশসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। সঙ্গে রয়েছে রায়টকার ও জলকামানের গাড়ি। নয়াপল্টনের সড়কের প্রতিটি অলি-গলিতেও মোতায়েন রাখা হয়েছে পুলিশ।
সোহরাওয়ার্দীর প্রবেশপথে আনসারবাহিনী ও ভেতরে র্যাব সদস্যদের পিকআপ, ভ্যানগাড়ি ও মোটরসাইকেলযোগে টহল দিতে দেখা গেছে। উদ্যানে প্রবেশে করা হয়েছে কড়াকড়ি।
সোহরাওয়ার্দী উদ্যানে দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তা জানান, বিএনপির একটি কর্মসূচির ফলে সম্ভাব্য সব পরিস্থিতি বিবেচনা করে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। সমাবেশের অনুমতি না দিলেও বিএনপি নৈরাজ্য সৃষ্টি করে উদ্যানে সমাবেশের অপচেষ্টা চালাতে পারে এ আশঙ্কা থেকে উদ্যানে প্রবেশে অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
দলীয় সুত্রে জানা গেছে, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি রবিবার এ উদ্যানে সমাবেশ করার অনুমতি চাইলেও ডিএমপি পুলিশ তা দেয়নি। এর আগেও ৭ ও ৮ নভেম্বর সমাবেশ করার অনুমতি চেয়েও পায়নি দলটি। ৮ নভেম্বর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়েও সমাবেশের অনুমতি মেলেনি। এরপরও বিএনপি আজ (১৩ নভেম্বর) সমাবেশ করার ঘোষণা দেয়।
ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে একাধিক রাজনৈতিক দল সমাবেশ করার জন্য আবেদন জানানোর পরিপ্রেক্ষিতে বিশৃঙ্খলার আশঙ্কায় সেখানে কাউকেই সমাবেশ করতে অনুমতি দেয়া হবে না।
বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতি প্রসঙ্গে বিএনপির এক প্রভাবশালী নেতা বলেন, বিএনপি সমাবেশ করতে চেয়েছে আর পুলিশ আসবে না তা তো হতে পারে না। বিএনপি দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল। এটা এই অবৈধ সরকার না বুঝলেও দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিক বুঝে।
সানবিডি/ঢাকা/এসএস
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.