প্রথম দিনে সাড়ে ৯৮ লাখ টাকার আদা-কমলা ধ্বংস করল চট্টগ্রাম কাস্টমস

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১১-১৮ ২১:৪০:০৫


নিলামে বিক্রি না হয়ে পড়ে থাকা ৯৮ লাখ ৪৯ হাজার ৩৭৭ টাকা ৪৬ পয়সা মূল্যের একটি ৪০ ফুটের কমলা ও ৪০ ফুটের তিনটি আদার কনটেইনার ধ্বংস করেছে চট্টগ্রাম কাস্টমস।

সোমবার (১৮ নভেম্বর) বিকালে চট্টগ্রাম সিটি কপোর্রেশনের হালিশহর আনন্দবাজার ডাম্পিং পয়েন্টে কমলা-আদাগুলো ধ্বংস করা হয়।

চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ জানান, বন্দরে পড়ে থাকা কনটেইনার গুলো খালি করার নির্দেশ পাওয়ার পর এসবের জন্য একটি টিম কাজ করেন। পরে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ২১টি কনটেইনার ধ্বংস করার পরিকল্পনা নেওয়া হয়। সে অনুযায়ী আজ প্রথমদিনেই কার্যক্রম চলছে। বাকিগুলোও ধীরে ধীরে ধ্বংস করা হবে।

এ বিষয়ে চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, বিকালে হালিশহরের আনন্দবাজার ডাম্পিং ইয়ার্ডে পচনশীল পণ্যের চারটি ৪০ ফুটের কনটেইনারের পণ্য ধ্বংস করা হয়েছে। আরও ১৭টি কনটেইনার ধ্বংস প্রক্রিয়ায় আছেন। দ্রুত এগুলোর কার্যক্রম শুরু হবে।

বিএইচ