মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
চাঁদপুরে ট্রলার ডুবিতে নিখোঁজ ১
প্রকাশিত - নভেম্বর ১৩, ২০১৬ ৩:৫২ পিএম
চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় শনিবার রাত সাড়ে ১১টায় যাত্রীবাহী লঞ্চের ঢেউয়ের আঘাতে দুই হাজার ৭শ’ বস্তা সিমেন্টসহ এম আর এক্সপ্রেস নামের একটি ট্রলার ডুবেছে। এ ঘটনায় বারেক (২২) নামে শ্রমিক নিখোঁজ রয়েছেন।
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এমভি গ্রিনলাইন নামের যাত্রীবাহী লঞ্চ দক্ষিণাঞ্চল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা ট্রলারটি ঢেউয়ের আঘাতে কাত হয়ে ২৭শ’ বস্তা সিমেন্টসহ ডুবে যায়।
চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার পর শনিবার রাতেই ট্রলারে থাকা পটুয়াখালী জেলার গলাচিপা থানার কুলখান গ্রামের মতলব আলীর ছেলে আবুল বাশার (৪৫) চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। ডায়েরিতে তিনি সাইফুল ইসলাম ও বারেকসহ তিনজন ছিলেন বলে উল্লেখ করেন। দুর্ঘটনার পর তারা তীরে আসতে পারলেও সঙ্গে থাকা বারেক নিখোঁজ রয়েছেন।
চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের সিনিয়র পেডি অফিসার মুকবুল আহমেদ বলেন, নিখোঁজ ব্যক্তিকে খোঁজার জন্য কোস্টগার্ড টহল দল রবিবার সকাল থেকে চেষ্টা অব্যাহত রেখেছেন।-বাসস
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.