পুঁজিবাজারের তালিকাভুক্ত বেলিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার কারসাজির দায়ে সাড়ে ১৯ কোটি টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বিএসইসির কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
বিএসইসি সূত্র মতে, এই শেয়ার কারসাজির নের্তৃত্বে ছিলো প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির, এফসিএ। তাকে ১২ কোটি টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক অধ্যাপক সুরাইয়া বেগমকে ৫ কোটি টাকা এবং তুসার এলকে মিয়াকে আড়াই কোটি টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও, কোম্পানিটির শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।
অন্যদিকে, ২০২১ সালের বিভিন্ন প্রান্তিকে অ-নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিধি মোতাবেক প্রভিশন না করায় বে লিজিং এর কোম্পানি সচিব, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদকে সতর্ক করেছে নিয়ন্ত্রন সংস্থা।
আলমগীর কবির, এফসিএ সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ২০০৪ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ২০ বছর ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ব্যাংকের সব সাবসিডিয়ারি প্রতিষ্ঠানেরও চেয়ারম্যান ছিলেন।