‘লিপু হত্যার প্রায় একমাস হতে চললো, কিন্তু এখনো পুলিশ ঘটনার কোন সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি। আসামিদের ধরা তো দূরের কথা। তদন্তের কথা বলে আমাদেরকে ধোয়াশাপূর্ণ অবস্থায় রাখা হয়েছে। ঘটনা ঢাকতে আই ওয়াশের অপচেষ্টা চলছে।দেশের অন্য হত্যাকা-ের ঘটনার মতই লিপু হত্যাকা- নিয়েও প্রশাসন নাটক শুরু করেছে।’
লিপু হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রেজাউল করিম শামীম এসব কথা বলেন। রবিবার বেলা সাড়ে ১২টায় শিক্ষার্থীরা মোতালেব হোসেন লিপু হত্যার বিচার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তারা আরো বলেন, ‘এখন পর্যন্ত শুধুমাত্র রুমমেটকে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়েছে। আমরা এখনো শান্তিপূর্ণভাবে বিচার দাবি করে আসছি। তবে মনে হচ্ছে শান্তিপূর্ণ ভাবে দাবি আদায় হবে না। প্রয়োজনে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। তখন যেকোন অপ্রীতিকর ঘটনার দায় প্রশাসনকেই নিতে হবে।’
গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নওয়াব আব্দুল লতিফ হলের ড্রেন থেকে লিপুর মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় লিপুর চাচা বশির মোল্লাহ বাদি হয়ে মতিহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দিন লিপুর রুমমেট মনিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে গ্রেফতার দেখিয়ে গত ২৬ অক্টোবর ৪ দিনের রিমা-ে নেয় পুলিশ। রিমা- শেষে মতিহার থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা অশোক চৌহান গণমাধ্যমকে জানিয়েছিলেন, লিপুর রুমমেটের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সে অনুযায়ী তদন্ত এগিয়ে যাচ্ছে।
সানবিডি/ঢাকা/এসএস