রাজধানীর বাড্ডায় গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রাফসান হোসেন রুবেল(২৬) আদালত প্রাঙ্গণ থেকে পালিয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কোতয়ালি থানার ওসি আবুল হাসান। এর আগে, শনিবার ভোরে বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১।
গত ২৬ অক্টোবর বাড্ডা এলাকার একটি বিউটি পার্লারের সামনে দুর্বৃত্তদের হাতে ওই তরুণী ধর্ষণের শিকার হন। ২৮ অক্টোবর ওই তরুণী বাদী হয়ে বাড্ডা থানা
সানবিডি/ঢাকা/এসএস