বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের আরও একটি ড্র

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৪-১১-২০ ১০:৫৩:১৫


বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার মাঠে ড্র করে জয়ে ফেরার আশায় ছিল ব্রাজিল। কিন্তু উরুগুয়ের বিপক্ষেও ভাগ্য বদলালো না। আরও একটি ড্র নিয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা মাঠ ছেড়েছে। ম্যাচ শেষ করেছে ১-১ সমতায়।

টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় ব্রাজিল নেমে গেছে পাঁচে। ১২ ম্যাচে তাদের অর্জন ১৮ পয়েন্ট। উরুগুয়ে সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে। শীর্ষে আছে আর্জেন্টিনা।

সালভাদরে ম্যাচের দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। সবচেয়ে উপভোগ্যও ছিল এই অর্ধ। বিরতির পর স্বাগতিক ব্রাজিল ত্রাস ছড়াতে শুরু করলেও অগ্রগামিতা পায় উরুগুয়ে। ৫৫ মিনিটে লং রেঞ্জের নিচু শটে গোলটি করেছেন ফেদেরিকো ভালভারদে। অবশ্য সফরকারীদের লিড টিকেছিল মাত্র ৭ মিনিট। রাফিনহার ক্রস উরুগুয়ে রক্ষণ ক্লিয়ার করতে ব্যর্থ হলে তখনই গারসনের সুযোগ সন্ধানী ভলি কাঁপিয়ে দেয় উরুগুয়ের জাল। যা ছিল ফ্ল্যামেঙ্গো মিডফিল্ডারের প্রথম আন্তর্জাতিক গোল।

জয় পেতে শেষটায় আক্রমণ হানছিল সেলেসাওরা। কিন্তু লুইস এনরিক ও রাফিনহার সেসব শট চলে যায় লক্ষ্যের বাইরে।

ঘরের মাঠে দর্শকের মন ভর ভরেনি বলে ব্রাজিলকে দুয়োর শিকারও হতে হয়েছে। ম্যাচের পরে রাফিনহা জানান, ‘দুয়োটা আসলে ম্যাচের ফলের জন্য। কারণ আমার মতে, নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলেছি।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘যারা খেলেছে কিংবা বেঞ্চে থেকেছে তাদের জন্য আমি গর্বিত। কারণ এই ফলের জন্য সর্বোচ্চটা দিতে পেরেছি। ফলে মাথা উঁচু করেই আমাদের মাঠ ছাড়া উচিত।

এনজে