চার্জার ছাড়াই চার্জ হবে আইফোন!
প্রকাশ: ২০১৬-১১-১৩ ১৮:১০:৩২

চার্জার কেবল দিয়ে আর চার্জ দিতে হবে না আইফোন! নতুন এক টেকনোলজির ওয়েবসাইটে জানানো হয়েছে, আইফোন ৮ -এ থাকবে নতুন ধরনের ওয়্যারলেস চার্জিং টেকনোলজি, এতে ফোন চার্জিংয়ের জন্য কোনো চার্জিং প্যাডের প্রয়োজন পড়বে না।
অ্যাপল আইফোন ৮-এ এমন এক চার্জিং প্রযুক্তি নিয়ে আসবে, যা একটি নির্দিষ্ট দূরত্ব থেকেও কাজ করবে। কিছু দিন আগে জানা গেছে, ‘ওয়্যারলেস চার্জিং’ প্রযুক্তি নিয়ে বেশ পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে অ্যাপলের বিভিন্ন যন্ত্রাংশ সংস্থা ফক্সকন।
২০১৭ সালে আইফোন মুক্তির ১০ বছর পালন করবে অ্যাপল। ওই সময়-ই আইফোন ৮ নিয়ে আসবে এই মার্কিন সংস্থা। আইফোন ৮-এ বেশ কিছু চমক থাকতে পারে। এসব চমকের মধ্যে থাকতে পারে ইন্টিগ্রেটেড টাচ আইডি সেন্সর এবং ওএলইডি ডিসপ্লের মতো বেশ কিছু ফিচার।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













