চার্জার কেবল দিয়ে আর চার্জ দিতে হবে না আইফোন! নতুন এক টেকনোলজির ওয়েবসাইটে জানানো হয়েছে, আইফোন ৮ -এ থাকবে নতুন ধরনের ওয়্যারলেস চার্জিং টেকনোলজি, এতে ফোন চার্জিংয়ের জন্য কোনো চার্জিং প্যাডের প্রয়োজন পড়বে না।
অ্যাপল আইফোন ৮-এ এমন এক চার্জিং প্রযুক্তি নিয়ে আসবে, যা একটি নির্দিষ্ট দূরত্ব থেকেও কাজ করবে। কিছু দিন আগে জানা গেছে, ‘ওয়্যারলেস চার্জিং’ প্রযুক্তি নিয়ে বেশ পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে অ্যাপলের বিভিন্ন যন্ত্রাংশ সংস্থা ফক্সকন।
২০১৭ সালে আইফোন মুক্তির ১০ বছর পালন করবে অ্যাপল। ওই সময়-ই আইফোন ৮ নিয়ে আসবে এই মার্কিন সংস্থা। আইফোন ৮-এ বেশ কিছু চমক থাকতে পারে। এসব চমকের মধ্যে থাকতে পারে ইন্টিগ্রেটেড টাচ আইডি সেন্সর এবং ওএলইডি ডিসপ্লের মতো বেশ কিছু ফিচার।