“টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অন্ত:রায় ডায়বেটিস”
আপডেট: ২০১৬-১১-১৪ ১৫:০৯:০৮
ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ওপর সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করেছে ডেনমার্কভিত্তিক স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নভো নরডিস্ক।
দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘ডায়াবেটিকসের উপর দৃষ্টি দিন: অন্ধত্ব এড়াতে ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখুন’। আর নভো নরডিস্কের প্রতিপাদ্য হচ্ছে ‘আপনার ঝুঁকিগুলো জানুন।’
নভো নরডিস্ক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি সর্বস্তরের মানুষের মাঝে ডায়াবেটিস সচেতনতা আরও বাড়ানোর লক্ষ্যে দেশব্যাপী একশোটিরও বেশি র্যালির আয়োজন করা হয়। ডায়াবেটিক সমিতি ও নভো নরডিস্কের সহায়তায় আজ সোমবার সকালে জাতীয় জাদুঘরের সামনে থেকে বাংলাদেশে সবচেয়ে বড় র্যালি বের হয়। র্যালিটি টিএসসি প্রদক্ষিণ করে শাহবাগে এসে শেষ হয়।
ডায়বেটিক সমিতির সভাপতি আজাদ খান বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য যে চারটি অসংক্রামক রোগ প্রধান বাধা, ডায়বেটিস তাদের মধ্যে অন্যতম। এ রোগটি মানুষের জীবনের জন্য হুমকি স্বরূপ। একমাত্র সচেতনতাই পারে ডায়াবেটিসকে রুখে দিতে।
তিনি বলেন, ডায়াবেটিসের প্রতিরোধ, সনাক্তকরণ, ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত সচেতনতা তৈরির লক্ষ্যে বিশ্ব ডায়াবেটিস দিবসের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বে প্রতি এগারো জনের একজন এ রোগে আক্রান্ত।
‘ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের পরিসংখ্যানের বরাত দিয়ে আজাদ খান বলেন, বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ৭১ লাখ। অথচ এদের মধ্যে ৫০ শতাংশের কোনো ধারণাই নেই, যে তারা ইতোমধ্যেই ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন। গত বছর দেশে ১ লাখ ২৯ হাজার ৩১৩ জনের মৃত্যু ঘটেছে ডায়াবেটিসজনিত কারণে।
নভো নরডিস্কের ব্যবস্থাপনা পরিচালক এ রাজন কুমার বলেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য ডায়াবেটিস এবং এর লক্ষণসমূহ সম্পর্কে গণসচেতনতা তৈরি করা। এর মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখা এবং আরও বেশি মানুষ যাতে ডায়াবেটিসের জটিলতামুক্ত একটি সুস্থ জীবন যাপন করতে পারে তা নিশ্চিত করা।
নভো নরডিস্কের হেড অব মার্কেটিং ডা. মোহাম্মদ সাইফুল বলেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মানুষের জীবনের জন্য হুমকি স্বরূপ। ডায়াবেটিস এমন একটি রোগ যা ধীরে ধীরে দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গগুলো যেমন হার্ট, কিডনি, চোখ এবং পা এগুলোর ক্ষতি করতে থাকে। ডায়াবেটিস প্রতিরোধের জন্য সবাইকে নিয়মিত শরীর চর্চা এবং স্বাস্থ্যসম্মত খাদ্যতালিকা অনুসরণের পরামর্শ দেন তিনি।
সানবিডি/ঢাকা/এসএস