অ্যাপলের স্মার্টফোন আইফোনের জনপ্রিয় একটি সেবা ‘সিরি’। সিরিকে বলা হয় ডিজিটাল ব্যক্তিগত সহকারী। ভয়েস নিয়ন্ত্রিত এই সেবাটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন। অর্থাৎ এর মাধ্যমে যেমন ভয়েস নির্দেশনার মাধ্যমে আইফোনে বিভিন্ন কাজ করা যায়, তেমনি ব্যবহারকারীদের নানা প্রশ্নের ঠিকঠাক উত্তরও দিয়ে থাকে সিরি।
অ্যাপল প্রতি বছরই সিরি-কে আরও বেশি স্মার্টভাবে ব্যবহারকারীদের কাছে নিয়ে আসছে। তবে এবারের দুর্গাপূজায় ভারতে অনেক আইফোন ব্যবহাকারীর সিরি’র কাণ্ডে হতবাক।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, দুর্গাপূজার দশরার দিনে আইফোনে সিরিকে যখন কেউ জিজ্ঞাসা করেছে, ‘আজ কী ছুটির দিন’।
সানবিডি/ঢাকা/এসএস