বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
জয়ের জন্য বরিশালকে করতে হবে ১৬৪ রান
প্রকাশিত - নভেম্বর ১৪, ২০১৬ ৪:০৪ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ ম্যাচে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করে বরিশাল বুলস। ব্যাটিংয়ে নেমে তামিম ইকবালের ঝড়ো ৭৫ রানের ইনিংসের উপর ভর করে ১৬৩ রান করে চিটাগাং। এছাড়া ৩৬ রান করেন আরেক ওপেনার জহুরুল ইসলাম। এনামুল হক অপরাজিত থাকেন ২৭ রানে।
বরিশালের হয়ে ১টি করে উইকেট পান আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বী ও আল-আমিন হোসেন।
সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বরিশাল বুলস অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন অধিনায়ক তামিম। তার ৬০ বলের ইনিংসে ছিলো ১০টি চার ও ২টি ছক্কা।
অপরদিকে জহুরুল ইসলাম তাকে শুধু সঙ্গ দিয়ে যান। ৩৬ রান করতে তিনি খেলেন ৬৯ বল। বাউন্ডারি ছিলো মাত্র চারটি। চিটাগাংয়ের ১১৬ রান পর্যন্ত কোনো উইকেট ফেলতে পারেনি বরিশাল। সেঞ্চুরির আশা জাগলেও কামরুল ইসলামের বলে আউট হয়ে ফিরে যেতে হয় তাকে।
চিটাগাং: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, আবদুর রাজ্জাক, জহুরুল ইসলাম, শুভাশিস রায়, জাকির হাসান, নাজমুল মিলন, ডোয়াইন স্মিথ, ইমরান খান জুনিয়র, মোহাম্মদ নবী, গ্রান্ট ইলিয়ট।
বরিশাল: মুশফিকুর রহিম, শাহরিয়ার নাফিস, আবু হায়দার রনি, আল আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি, নাদিফ চৌধুরি, তাইজুল ইসলাম, জসুয়া কব, রায়াদ এমরিত, ডেভিড মালান, থিসারা পেরেরা।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.