গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১২০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৪-১১-২৪ ১০:০৮:৫৭


ফিলিস্তিনের গাজা উপত্যকায়ে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, গত দুই দিনে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১২০ জন নিহত হয়েছে। অবরুদ্ধ এই অঞ্চলে ইসরায়েলি হামলা আরও তীব্র হয়েছে। গাজার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি।

এ বিষয়ে শনিবার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গাজা শহরের জেইতুন শহরতলিতে একটি আবাসিক বাড়িতে রাতভর হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এছাড়া মধ্য ও দক্ষিণ গাজায়ও বহু মানুষ নিহত হয়েছে।

ইসরায়েলি বিমান হামলায় মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-ফারুক মসজিদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডি যাচাই করে দেখেছে আল জাজিরা।

ইসরায়েলি বাহিনী স্থল অভিযান আরও জোরদার করেছে এবং উত্তর গাজায় আরও ব্যাপক হারে বোমাবর্ষণ হচ্ছে। সেখানে আংশিকভাবে পরিচালিত হাসপাতালগুলোর মধ্যে সর্বশেষ কার্যক্রম পরিচালনা করছে এমন একটি হাসপাতালে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে।

কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসেম আবু সাফিয়া শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, হাসপাতালের জরুরি বিভাগ, রিসিপশনের প্রবেশদ্বার এবং হাসপাতালের আঙ্গিনা, বৈদ্যুতিক জেনারেটর এবং হাসপাতালের গেটগুলোকে লক্ষ্য করে সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

এনজে