দর পতনের শীর্ষে এনার্জিপ্যাক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১১-২৪ ১৫:২৬:০৬
সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১৩ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪০৪ বারে ৫ লাখ ২০ হাজার ৮০৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৯৫ বারে ৫ লাখ ২৩ হাজার ২৫১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১৫ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা স্কয়ার টেক্সটাইলসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৪৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫১৭ বারে ১ লাখ ২৪ হাজার ৭২১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ফনিক্স ফাইন্যান্সের ৮.৮৮ শতাংশ, বাংলাদেশ ওয়েলডিংয়ের ৭.৬১ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৬.৭১ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ৬.২০ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৬.০৬ শতাংশ, জাহিন টেক্সটাইলের ৬ শতাংশ এবং উসমানীয়া গ্লাস সিট ফ্যাক্টরির শেয়ার দর ৫.৬৬ শতাংশ কমেছে।
এসকেএস