রোববার, ৫ জানুয়ারী ২০২৫
নাসিরনগরে হামলা: দোষীদের গ্রেফতারের দাবিতে শাহবাগে অবরোধ
প্রকাশিত - নভেম্বর ১৫, ২০১৬ ৬:৫১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেছে। এর আগে গত শুক্রবার তারা দোষীদের গ্রেফতারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয়।
মঙ্গলবার সকালে বেঁধে দেয়া সময় শেষ হলে তারা আবারো শাহবাগ মোড় অবরোধ করে। এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দিয়েছেন হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত।
রমনা বিভাগরে উপ-কমিশনার মারুফ হোসেন সরদার জানান, সকাল ১১টার দিকে শাহবাগ অবস্থান নিয়ে ছাত্ররা সড়ক অবরোধ শুরু করে। এখনো শিক্ষার্থীদের অবরোধ চলছে।
Copyright © 2025 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.