রোববার, ৮ ডিসেম্বর ২০২৪
আনকাট ছাড় পেল শাকিব-পরী’র ধূমকেতু
প্রকাশিত - নভেম্বর ১৫, ২০১৬ ৬:৫৪ পিএম
জনপ্রিয় অভিনেত্রী পরীমণি অভিনীত নতুন সিনেমার নাম 'ধুমকেতু'। সিনেমাটি পরিচালনা করছেন শফিক হাসান। মঙ্গলবার বিকেলে চলচ্চিত্রটি সেন্সরবোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে। উল্লেখ্য, গতকাল সেন্সরবোর্ডে ছবিটি প্রদর্শিত হয়।
ধূমকেতু সিনেমায় পরীমণি জুটি বেঁধেছেন অভিনেতা শাকিব খানের সাথে। পরীমণি-শাকিব খান ছাড়াও এই এখানে আরো অভিনয় করেছেন তানহা, রেবেকা, অমিত হাসান, দিতি ও আলিরাজসহ অনেকে। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে সাজানো হয়েছে ‘ধূমকেতু’ সিনেমার গল্প।
একটি আইটেম গানে দেখা যাবে আলোচিত মডেল, অভিনেত্রী হ্যাপিকে। মুন্নি প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটি আগামী ৯ ডিসেম্বর মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। এক মাস আগে মুক্তি পায় ‘ধূমকেতু’র টিজার।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.