দেশে প্রথমবারের মতো সপ্তম প্রজন্মের ‘লেনোভো আইডিয়াপ্যাড ৩১০’ ল্যাপটপ আনলো বাংলাদেশে লেনোভোর পরিবেশক কোম্পানি গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।
মঙ্গলবার রাজধানীর কলাবাগানে গ্লোবাল ব্র্যান্ডের কনফারেন্স রুমে এ আধুনিক ল্যাপটপটি উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ।
তিনি বলেন, আমরা লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এলাম ৭ম প্রজন্মের প্রসেসর সমৃদ্ধ লেনোভো আইডিয়াপ্যাড ৩১০ ল্যাপটপ। ‘কাবিলেক’ কোড নাম দিয়ে সপ্তম প্রজন্মের ইন্টেল প্রসেসরগুলো ৬ষ্ঠ প্রজন্মের চাইতে অনেক বেশি সমৃদ্ধশালী।
তিনি আরো বলেন, সপ্তম প্রজন্মের প্রসেসরগুলো ৬ষ্ঠ প্রজন্ম থেকে ১২% দ্রুতগতির এবং ১৯% দ্রুত ইন্টারনেট সুবিধা দিয়ে থাকে। এছাড়াও ৭ম প্রজন্মের প্রসেসর দিয়ে ৪কে (ইউএইচআই) মুভি উপভোগ করা যাবে।
কনফিগারেশন ও দাম :
আইডিয়াপ্যাড ৩১০ ৭ম প্রজন্মের ল্যাপটপগুলো কোর আই-৩ এবং কোর আই-৫ প্রসেসর দিয়ে পাওয়া যাচ্ছে, যা ডিজাইনের দিক থেকে আগের মডেলগুলোর তুলনায় আরও অনেক বেশি পাতলা ও আকর্ষণীয়। কালো ও সিলভার রঙের ল্যাপটপগুলো ১৫.৬ ডিসপ্লে, ডিডিআর-৪ র্যাম, এনভিডিয়া এবং ইন্টেল গ্রাফিক্স কার্ড সমৃদ্ধ।
ল্যাপটপগুলো ডলবি মিউজিক সমৃদ্ধ এবং ১৮০ ডিগ্রি পর্যন্ত ডিসপ্লে ফ্ল্যাট করা যায়। ৭ম প্রজন্মের কোর আই ৩ প্রসেসর, ৪ জিবি র্যাম, ১ টিবি এইচডিডি, ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে, ইন্টেল গ্রাফিক্স সমৃদ্ধ ল্যাপটপের দাম ৩৮,৮০০ টাকা এবং এনভিডিয়া জিফোর্স ৯২০এমএক্স গ্রাফিক্স সমৃদ্ধ ল্যাপটপের দাম ৪১,৯০০ টাকা।
সপ্তম প্রজন্মের কোর আই ৫ প্রসেসর, ৮ জিবি র্যাম, ১ টিবি এইচডিডি, ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে, এনভিডিয়া জিফোর্স ৯২০এমএক্স সমৃদ্ধ ল্যাপটপের দাম ৫২,৫০০ টাকা। ২ বছরের (১ বছর সরাসরি এবং আরো ১ বছর ক্রেতার পক্ষ থেকে রেজিস্ট্রেশেনের মাধ্যমে) ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিসহ লেনোভোর নতুন এই ল্যাপটপগুলো পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ডের যেকোনো শাখায় অথবা অনুমোদিত ডিলার হাউজে।
বিস্তারিত জানতে যোগাযোগ: ০১৯৬৯৬৩৩১৫৩, ০১৯৭৭৪৭৬৫৮৯।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ডের পরিচালক জসিম উদ্দিন খন্দকার, ম্যানেজিং ডিরেক্টর রফিকুল আনোয়ার, গ্লোবাল ব্র্যান্ডের জেনারেল ম্যানেজার শমির কুমার দাস প্রমুখ।
সানবিডি/ঢাকা/এসএস