অ্যান্টিগা টেস্টে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৪-১১-২৬ ২১:৩১:৩৩
অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিন শেষে বোঝা যাচ্ছিল বাংলাদেশের হারটা কেবল সময়ের ব্যাপার। হলোও তাই। আজ টেস্টের পঞ্চম দিনে প্রথম সেশনে মাত্র ৭ ওভার টিকল বাংলাদেশ। শেষ ৩ উইকেটে যোগ হয়েছে ২৩ রান।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস থেমেছে মাত্র ১৩২ রানে। হারের ব্যবধান হয়তো আরও একটু কমতে পারতো। শরিফুল রিটায়ার্ড হার্ট হলে শেষ হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ওয়েস্ট ইন্ডিজ ২০১ রানে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে গেল।
৩৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশ তুলেছিল ৭ উইকেটে ১০৯ রান।
জাকের আলী ও হাসান মাহমুদ শুরু করেন পঞ্চম দিন। দিনের দ্বিতীয় ওভারের শেষ বলে হাসান ফেরেন শূন্য রানে। এরপর জাকেরকে সঙ্গ দেন বল হাতে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট পাওয়া তাসকিন।
নবম উইকেটে যোগ হয় ১৬ রান। জাকের ব্যক্তিগত ৩১ রানে ফেরেন আলজারি জোসেফের বলে। শেষ উইকেটে তাসকিন-শরিফুল জুটিতে আসে তিন রান।
ইনিংসের ৩৭তম ওভারে আলজারি জোসেফের করা এক বাউন্সারে কাধে আঘাত পান শরিফুল। এরপর আর তিন বল ব্যাট করেন তিনি। ৩৮তম ওভার শেষে শরিফুল রিটায়ার্ড হার্ট হলে শেষ হয় ম্যাচ।
তার আগে চতুর্থ দিনে তাসকিন আহমেদের টেস্ট ইনিংসসেরা বোলিংয়ে (৬/৬৪) উইন্ডিজ দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৫২ রানে। তাতে বাংলাদেশের টার্গেট হয় ৩৩৪ রান।
এম জি